1. info@dakshinchandpurhighschool.edu.bd : Head Master : Head Teacher

প্রতিষ্ঠানের ইতিহাস




মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ চাঁদপুর গ্রামে তৎকালীন স্থানীয় শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তিবর্গ ১৯৬৯ সনের ১০ ই জানুয়ারী গনঅভ্যুত্থান চলাকালীন সময়ে অত্র একালার উন্নয়নের ভাবনায় শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয়টি ২০-০৬-১৯৭০ সনে প্রথম জুনিয়র হাই স্কুল হিসেবে ঢাকা বোর্ডের স্বীকৃতি লাভ করে। ১৫-০৭-১৯৭০ সনে নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে। বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান বিভাগ, ব্যাবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ চালু আছে। এছাড়াও কম্পিউটার ও কৃষি বিভাগ প্রবর্তন করা হয়েছে। সর্বশশেষ ২৯-০৩-২০২৩ তারিখে ৩ বৎসরের জন্য বিদ্যালয়ের স্বীকৃতি নবায়ন করা আছে। ১৯৮৪ সনে বিদ্যালয়টি এম পি ও ভূক্ত করা হয়। ইন্ডেক্স নংঃ ২৮০৩০৫১৩০১, বিদ্যালয় কোডঃ ৪১৩০, ই আই আই এন নংঃ ১১০৯৩৯, পোষ্ট কোডঃ ১৮৩০। বর্তমানে বিদ্যালয়টিতে ১৮ জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

© 2025 দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়
Developed By Web Coder